১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে কড়া নাড়ছে দুয়ারে। ভ্যালেন্টাইনস ডে একটি বার্ষিক উৎসবের দিন যা ভালোবাসা এবং অনুরাগের মধ্যে উদযাপিত হয়।
এই দিনটায় যেন আকাশ বাতাসে শুধুই ভালবাসা। তবে এ দিবসে ঘনিষ্ঠ যুগলরাই ভয় ধরাচ্ছে চিকিৎসকদের মনে। চিকিৎসকদের শঙ্কা, একজনের লালারস অন্যের মুখে গেলে করোনাভাইরাসের প্রকোপ বাড়িয়ে তুলতে পারে।
ফ্ল্যাবিও প্রজাতির এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে। দ্রুত তা সংক্রামিত হয় অন্যের দেহে। সেক্ষেত্রে ঠোঁটে ঠোঁট স্পর্শ করলে তো কথাই নেই! প্রেমিক-প্রেমিকাদের প্রতি চিকিৎসকদের নিদান, করোনার বাড়াবাড়িতে এবছর ভ্যালেন্টাইনস ডে-তে চুমু না খাওয়াই শ্রেয়। মুখের লালা থেকে মুহূর্তে ছড়িয়ে যেতে পারে ভাইরাস।
বেলভিউ হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, হাঁচি কাশি থেকে তো অবশ্যই, মুখের লালারস থেকে ছড়াতে পারে করোনাভাইরাস।
তার কথায়, ভাইরাল অসুখের প্রকোপে অনেকের চোখ থেকে পানি পড়ে। কোনও ভাবে তা যদি অন্যের সংস্পর্শে আসে তা থেকেও ছড়াতে পারে অসুখ।
ক্রিকেটারকে বিয়ে করছেন আনুশকা শেঠি!
এমতাবস্থায় প্রেম দিবসে বেশি বাড়াবাড়ি না করাই শ্রেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তার কথায়, প্রেম দিবসে মনের মানুষটির সঙ্গে দেখা করুন। তবে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশ্যই মুখে মাস্ক পড়ে।
ইএনটি বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, ঋতু পরিবর্তনের এই সময়টায় তিন ধরনের ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। যার মধ্যে করোনাভাইরাস ছাড়াও রয়েছে অ্যাডিনো ভাইরাস এবং রাইনো ভাইরাস।
১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে হলেও পুরো সপ্তাহটাই ভালোবাসার কোনও না কোনও দিন হিসেবে পালন করা হয়। আর এই গোটা সপ্তাহকেই বলা হয় ভ্যালেন্টাইনস উইক। এই সাতদিনে নানান ভাবে নিজের ভালোবাসার প্রকাশ করেন সবাই।
ভ্যালেন্টাইনস সপ্তাহ মূলত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে থাকে। সবথেকে প্রথমে দিনটি হল রোজ ডে (Rose Day)। এরপর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে (Propose Day), ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে (Chocolate Day), ১০ ফেব্রুয়ারি টেডি ডে (Teddy Day), ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে (Promise Day), ১২ ফেব্রুয়ারি হাগ ডে (Hug Day), ১৩ ফেব্রুয়ারি কিস ডে (Kiss Day) আর সবশেষে ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে (Valentines Day) হিসাবে পালন করা হয়।
রোজ ডে (Rose Day) : ৭ ফেব্রুয়ারি এবছর শুক্রবার দিন রোজ ডে। সপ্তাহের প্রথম দিন রোজ ডে হিসেবে পালন করা হয়। প্রেমিক প্রেমিকা একে অপরকে লাল গোলাপ ফুল দেন। বন্ধুরা একে অপরকে হলুদ রঙের গোলাপ দেন।
প্রপোজ ডে (Propose Day) : ৮ ফেব্রুয়ারি নাম দেখেই বোঝা যাচ্ছে ভ্যালেন্টাইনস সপ্তাহের দ্বিতীয় দিন প্রেমিক প্রেমিকা একে অপরকে প্রোপোজ করেন। নিজেদের ভালোবাসার প্রকাশ করেন একে অপরের সামনে। এবছর প্রপোজ ডে শনিবারে ।
হলিউড-বলিউডের বহুবিবাহ ও বিবাহ বিচ্ছেদ
চকোলেট ডে (Chocolate Day) : ৯ ফেব্রুয়ারি রোজ ডেতে একে অপরকে গোলাপ ফুল দিয়ে আর প্রপোজ ডে তে একে অপরের ভালোবাসার প্রকাশ হওয়ার পর প্রেমিক প্রেমিকা ৯ ফেব্রুয়ারি একে অপরকে চকলেট দিয়ে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।
টেডি ডে (Teddy Day) : ১০ ফেব্রুয়ারি টেডি ডেতে একে অপরকে তারা উপহার হিসেবে টেডি দেন। এই বিশেষ দিনটির জন্য বাজারে হরেক সাইজের টেডি বিয়ার্স পাওয়া যায়।
প্রমিস ডে (Promise Day) : ১১ ফেব্রুয়ারি গোলাপ, প্রপোজ, চকলেট এবং টেডি ডে র পরে আসে প্রমিস ডে। এই দিন প্রেমিক এবং প্রেমিকা সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন।
হাগ ডে (Hug Day) : ১২ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস সপ্তাহের এই দিনটি প্রেমিক যুগল একে অপরকে আলিঙ্গন করেন। এবারে এই দিনটি বুধবারে ।
কিস ডে (Kiss Day) : ১৩ ফেব্রুয়ারি ১৪ ফেব্রুয়ারির ঠিক একদিন আগে হয় কিস ডে। এই দিন প্রেমিক যুগল একে অপরের ভালোবাসার প্রকাশ ঘটান চুম্বনের মাধ্যমে। এবারে এই দিনটি বৃহস্পতিবার পড়েছে।
ভ্যালেন্টাইনস ডে (Valentines Day) : ভ্যালেন্টাইনস সপ্তাহের শেষ দিন হল ১৪ ই ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা হয় এই দিনটিকে। প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে বিশেষ ডেট প্ল্যান করেন, ছবি দেখতে যান, ঘুরে বেড়ান। এবছর ভ্যালেন্টাইনস ডে শুক্রবার।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা