অনলাইন ডেস্ক
বুধবার (২২ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আমরা চাই তাড়াতাড়ি ভ্যাকসিন আসুক, মানুষ তাড়াতাড়ি পাক, মানুষ তাড়াতাড়ি যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। যারা ভ্যাকসিন তৈরি করছে, তারা থার্ড স্টেজে চলে এসেছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা সবারটাই মাথায় রেখেছি। চিনেও যোগাযোগ করেছি। যেটা ভালো হয়, সেটাই গ্রহণ করব।’
তিনি বলেন, ‘অনুমোদন দেবে সরকারি পর্যায়। আর এটা তো একটা পলিসি ডিসিশন, কখন, কাদেরটা নেব। আমাদের সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ট্রায়াল করাও সরকারি সিদ্ধান্ত বলেও জানান তিনি।’
নতুন ডিজি নিয়োগের বিষয়ে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘পদত্যাগপত্র যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেছে এ বিষয়ে আগে আমাদের কাছে সব সিদ্ধান্ত আসুক তারপর আমরা চিন্তা-ভাবনা করে, আরও উচ্চপর্যায়ে আলোচনা করে সে সিদ্ধান্ত নিতে পারব।’
নতুন মহাপরিচালক নিয়োগের বিষয়ে সতর্ক থাকবেন কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অবশ্যই সবাই মিলে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব, দরকার হলে প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনা করে নেব।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা