অনলাইন ডেস্ক
বুধবার (১৯ আগস্ট) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে করোনাভাইরাস পরিন্থিতি নিয়ে আলোচনা। ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে। সেই ভ্যাকসিন বাংলাদেশ কিভাবে পেতে পারে সে বিষয়ে আলোচনা করতেই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে এসেছেন। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে। এসব বিষয় আলোচনায় স্থান পাবে।’
ড. মোমেন বলেন, ‘আমরা যেখান থেকে পারি ভ্যাকসিন সংগ্রহ করবো। পাশাপাশি আমদানি-রফতানিসহ বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে ভারতের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে দেশটির পররাষ্ট্র সচিব ও আমাদের সচিবের সঙ্গে আলোচনা হবে। কেননা, ভারত বাংলাদেশের সবসময়ই বন্ধু। আমাদের দেশ স্বাধীন করতে তারা রক্ত দিয়েছে। তাদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দুই দেশের সামগ্রিক উন্নয়নের বিষয়টি বিবেচনা রাখা হবে।’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘ভারত আমাদের নিকট প্রতিবেশী। তাদের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারাও রক্ত দিয়েছে। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়, তাদেরও অনেক বড় বিজয়। আগামী বছর আমরা স্বাধীনতার ৫০ বছরপূর্তি উৎসব করবো। এই উৎসবে অনেকগুলো অনুষ্ঠান দু’দেশ মিলে করবে। এ জন্য আলাপ আলোচনাও চলছে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা