ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ভোট দিয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৫ মিনিটে ধানমন্ডির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শেখ ফজলে নূর তাপস। আর সকাল ৮টা ৫০মিনিটে রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন প্রকৌশলী ইশরাক হোসেন।
ভোট দেওয়ার পর তাপস সাংবাদিকদের জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট চলছে।
বিএনপির মেয়র প্রার্থী ইশরাক বলেন, রাত থেকে বেশকিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমাকে যদি আহত করা হয়, মারা হয় তবু মাঠে থাকবো, আছি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩।৭৫টি সাধারণ ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড এই সিটি গঠিত। এই সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রে ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা