অনলাইন ডেস্ক
রোববার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে তিনি এ তথ্য জানান। জেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে চট্টগ্রাম জেলা প্রসাশকের কাজ করার সত্যতা পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করার পর মোনাজাতে অংশ নেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এরপর বক্তৃতাও দেন তিনি। ওই সময় কী ঘটেছিল তা তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বেগম রাশেদা সুলতানা।
জাতীয় নির্বাচনে দায়িত্ব দেয়ার ক্ষেত্রে এসব অভিযোগ বিবেচনায় থাকবে বলেও জানান এ নির্বাচন কমিশনার। আরও জানান, বর্তমান কমিশন ইভিএমকে ত্রুটিপূর্ণ মনে করে না। ত্রুটিপূর্ণ মনে হলে সব দল চাইলেও ইভিএম ব্যবহার করতো না।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা