রবিবার (১০ নভেম্বর) ভোর ছয়টায় খুলনা উপকূল অতিক্রম করেছে ঘুর্ণিঝড় বুলবুল। এই ঘুর্ণিঝড়টি বর্তমানে খুলনা এবং খুলনা ও দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে। ধীরে ধীরে এটি ক্রমশ দুর্বল হবে এমনটিই আশা করা হচ্ছে।
ভােরে প্রবল ঘুর্ণিঝড়টি সাতক্ষীরা উপকূলে আঘাত হেনেছে। প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলা। রোববার ভোররাত থেকে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় শুরু হয় ঝড়ো হাওয়া। ঝড়ে উপজেলার কয়েকটি ইউনিয়নের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। কাচা ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। রাস্তাঘাটে গাছপালা উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাছের ঘের ভেসে গেছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলেছে, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে।
ভারতীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত সাড়ে আটটার পর থেকে ঘুর্ণিঝড়টি ‘ল্যান্ডফল’ করে অর্থাৎ সাগর থেকে মাটির ওপরে উঠে আসে। এসময় বাতাসের গতি ছিল ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। কলকাতায় অন্তত দুজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা