ভোট দেবার পর মাকসুদা বেগম। ছবি : তাসকিনা ইয়াসমিন।
তাসকিনা ইয়াসমিন
নগরীর দুই সিটি কর্পােরেশনে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও অনেক সচেতন ভোটারকে ভোট কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে। অনেকেই আক্ষেপ করেছেন ভোটাররা কেন ভোট দিতে আসেন না!
নগরীর বেশ কয়েকটি বুথ ঘূরে দেখা যায়, ভোটারদের তেমন উপস্থিতি নেই। একজন দুজন ভোটার গিয়ে ভোট দিচ্ছেন। তবে, প্রার্থীদের এজন্টেদের ভীড় রয়েছে বুথগুলোতে।
নগরীর আজিমপুরে ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভােট দিয়েছেন মাকসুদা বেগম। এবার ইভিএম পদ্ধতি তাই ভোট দিতে কষ্ট হয়নি। জানালেন, নিজের পছন্দের কাউন্সিলরদের ভোট দিয়েছেন। সেই সঙ্গে মেয়র প্রার্থীদের। মাকসুদা বেগম লাল সবুজের কথা’কে বলেন, আমি গেলাম আর টিপ দিয়েই চলে আসলাম। এবারের সিস্টেমটা ভালই।
ভোট দেবার পর জিয়াউল হক জিয়া। ছবি : তাসকিনা ইয়াসমিন।
এই কেন্দ্রের আরেক প্রার্থী জিয়াউল হক জিয়া বলেন, এবার ভোট তাড়াতাড়ি দেয়া হয়ে গেল তাই ভাল লাগছে। জিয়া লাল সবুজের কথা’কে বলেন, মানুষে অনেক কথা বলছে কিন্তু আসলে তো নিজের ভোট নিজে দেয়া যাচ্ছে। তাই বেশি কথা না বলে, ভোট কেন্দ্রে গেলেই ভাল হয়।
নগরীর প্রভাতী বিদ্যা নিকেতনে ভোট দিয়েছেন ইনসাফ বারাকাহ হাসপাতালের কর্মকর্তা সোহরাব হোসেন। তিনি বলেন, আমাদের এখানে সবসময় শান্তিপূর্ণ ভোট হয়। দুপুরের পরে গিয়ে ভোট দিয়ে আসলাম। জাল ভোটের কোন সমস্যা নেই।
শিশু সাহিত্যিক জ্যোৎস্নালিপি বলেন, ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রদান করলাম। পদ্ধতিটা দারুন লেগেছে। আশাকরি মুক্তিযুদ্ধের পক্ষের একজন নগর অভিভাবক পাবো।
ডা. রাজীব দে সরকার বলেন, ভোট প্রদান সম্পন্ন করেছি কিছুক্ষণ আগেই। ইভিএম এর মাধ্যমে খুব সহজেই ভোট দিলাম।আমার কেন্দ্রে এখন পর্যন্ত কোন গোলোযোগ এর খবর পাইনি। আর যেভাবে আমার আঙ্গুল দেবার সাথে সাথে আমার চেহারা ভেসে উঠলো, তাতে আমার ভোট অন্য কারো দেবার সুযোগ নেই।
প্রেস ইন্সটিটিউট এর কর্মকর্তা পারভীন সুলতানা রাব্বি বলেন, ভোট প্রদান আপনার অধিকার। আপনার দায়িত্ব। ভোট কেন্দ্রে সময়মতো যাওয়া এবং একটি ভোট দেয়া আপনার দায়িত্ব। ঘরে বসে ভোট চুরি হয়েছে বলা ঠিক না। ঘর থেকে বের হন, ভোট কেন্দ্রে যান, একটি ভোট দিয়ে নাগরিক অধিকার রক্ষা করুন, নাগরিক দায়িত্ব পালন করুন। জুজুর ভয় দেখিয়ে, ভোট কেন্দ্রে যাবো না, এটা দায়িত্বশীল নাগরিক হওয়ার যোগ্যতায় পড়ে না।
তিনি আক্ষেপ করে বলেন, সকাল ৮ টা থেকে ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচন ভোট গ্রহণ শুরু হলেও বেলা ৯:২৫ মি. ইস্কাটন গার্ডেন বিদ্যালয় কেন্দ্রে একমাত্র আমিই ভোট প্রদান করি। কেন্দ্রের ভিতর বাইরে কোথাও কোন ভোটারের উপস্থিতি দেখিনি। এই দায় কার। আমাদের। ঢাকা সিটির সুবিধাভোগী প্রতিটি নাগরিকের দায়িত্ব নিজ ভোটটি নিজ দায়িত্বে দেয়া। ভোট কেন্দ্রে যাবো না। নাগরিক অধিকার নিয়ে বড়ো বড়ো কথা বলবো, অথচ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবো না, এই অভ্যাস পরিহারযোগ্য। তাই সকলের কাছে নাগরিক অনুরোধ, ভোট কেন্দ্রে আসুন, আপনার নিজের ভোট নিজে দিন। অন্যকে সুশাসন নিশ্চিত করতে সহযোগিতা করুন।
দিনভর নানা নাটকীয়তার মধ্য দিয়েই ভোটগ্রহণ চলছে। নিজ নিজ বুথে ভোট দিয়েছেন প্রার্থীরা। এরইমধ্যে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। খোদ নির্বাচন কমিশনারের আঙ্গুলে ছাপ না মেলায় ভোট দিতে সমস্যায় পড়েছেন। এইরমধ্যে ভোটগ্রহণ চলছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা