অনলাইন ডেস্ক
সংক্রমণ হার কমাতে এবার পুরো দেশে লকডাউন ঘোষণা করল ভুটান সরকার। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে কার্যকর হবে এই দেশব্যাপী লকডাউন।
দেশটিকে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১১৩ জন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্বনিম্ন। তবে দেশটিতে এখন পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সম্প্রতি কুয়েত থেকে আসা ২৭ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। সোমবার ফের টেস্ট করা হলে তার দেহে করোনার উপস্থিতি মেলে। কর্তৃপক্ষ এর পরপরই দেশজুড়ে লকডাউনের ঘোষণা দেয়।
এক বিবৃতিতে ভুটান সরকার বলেছে, সংক্রমণের চেইন ভেঙে দিতে, রোগী শনাক্ত ও তাদের বিচ্ছিন্ন রাখতেই অপ্রত্যাশিত এ লকডাউন দেওয়া হয়েছে। উপসর্গবিহীন রোগী, সংক্রমণের বিস্তৃতি এবং রোগটি থেকে নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে।