ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস মঙ্গলবার ( ১৭ মার্চ) যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে । দিবসটি উদযাপন উপলক্ষে চার্জ ডি এ্যাফেয়ার্স মো: আলী মহসীন রেজা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করেন।
দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীগণ এবং ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ এবং স্থানীয় অতিথিবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এবং দেশের উন্নতি কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো, বঙ্গবন্ধুর উপর ছোট্ট আলোকচিত্র প্রদর্শনী এবং এ মহান নেতার জীবনাদর্শ প্রচারে বর্তমান প্রজন্মের শিশু কিশোরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তাঁর উপর রচিত জীবনী, প্রবন্ধ ও কবিতার বই সমন্বয়ে একটি বুক কর্ণার প্রদর্শন করা এবং এ বছরই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী হওয়ায়, ভিয়েতনামস্থ বাংলাদেশে দূতাবাস দিবসটিতে তাঁর জীবনাদর্শের উপর এক বিশেষ আলোচনার মাধ্যমে মুজিববর্ষের বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা করে। বঙ্গবন্ধুর উপর ডকুমেন্টারী প্রদর্শন এবং দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। উল্লেখ্য, এ জন্ম শতবার্ষিকীতে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ভিয়েতনামের বাংলাদেশ ও বঙ্গবন্ধু মুরাল) ঐতিহাসিক ৭ই মার্চ – ভাষণের ভিয়েতনামীজ ভাষায় অনুবাদ এবং বঙ্গবন্ধু স্মারক ডাকটিকেট প্রকাশসহ এ দূতাবাস বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
অনুষ্ঠানের প্রারম্ভে চার্জ ডি এ্যাফেয়ার্স মো: আলী মহসীন রেজা আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন । বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধুর জীবনের শতবর্ষে দাড়িয়ে তাঁর ৫৫ বছরের জীবনের জীবন ও জীবন কর্ম পর্যালোচনা করলে দেখা যাবে দেশের জন্য তিনি তাঁর যৌবনের বেশীর ভাগ সময়ই কারাবরন করেছেন। সকল ভয়ভীতি উপেক্ষা করে তিনি বাঙ্গালী জাতির নেতৃত্বে অবিচল থেকে বাংলাদেশের মুক্তি আন্দোলন করে জাতির কাছে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের অভ্যুদয়ের জন্য বঙ্গবন্ধু ছিলেন একজন অনিবার্য্য বাঙ্গালী, ব্যক্তি ও নেতা। তিনি আরো বলেন মহান মুক্তিযুদ্ধ ও তাঁর পূর্ববর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সমগ্র জাতি এক সূত্রে গ্রথিত হয়েছিল এবং যার ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়। চার্জ ডি এ্যাফেয়ার্স বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির নন, তিনি বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক ।
তিনি বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন এবং একই সাথে জাতীয় শিশু দিবস তাই বঙ্গবন্ধুর কর্ম ও আদর্শ শিশুদের মাঝে উদীপ্ত করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর’ সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নের ধারা অব্যাহত রাখার বার্তা পৌঁছানো আমাদের সকলের দায়িত্ব। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদেরকে বাংলাদেশী খাবার সহকারে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয় ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা