অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদরের বুলুনপুরে একটি রাইস মিলের জলাশয়ে ভাসমান সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। বেসরকারি এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মাছ চাষও করা হচ্ছে। গত ২৮শে মে থেকে এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসে।
এর উৎপাদন সক্ষমতা দুই দশমিক তিন শূন্য মেগাওয়াট। তবে শুরুতে এক দশমিক আট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, আগে যে টাকায় বিদ্যুত কিনতে হতো, তার চেয়ে ইউনিট প্রতি আড়াই টাকা সাশ্রয় হচ্ছে। রাইস মিলের চাহিদা মিটিয়ে বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডেও।
প্রতিষ্ঠানের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোলার প্যানেল পানিতে ভাসমান থাকায় এর স্থায়ীত্বকালও বেশি।
নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম বলেন, এই প্রকল্প টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এছাড়া কার্বন নির্গমন কমাতে ভূমিকা রাখবে।
ছোট ছোট এমন সৌরবিদ্যুত কেন্দ্র তৈরি করা গেলে গ্রাম পর্যায়ে বিদ্যুতের সমস্যা অনেকটাই দূর করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা