’৫২ এর মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এবং বাম গণতান্ত্রিক জোট এর পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জোটের কেন্দ্রীয় নেতা কমরেড খালেকুজ্জামান, শাহ আলম, সাইফুল হক, জোনায়েদ সাকী, মোশাররফ হোসেন নান্নু, অধ্যাপক আব্দুস সাত্তার, অনিরুদ্ধ দাস অঞ্জন আবদুর রাজ্জাক, জুলফিকার আলী, ফখরুদ্দিন কবীর আতিক, আকবর আলী খান প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় পাঠচক্র সদস্য আবদুর রাজ্জাক, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলবুল, প্রকৌশলী শম্পা বসু, এ্যাডভোকেট জহিরুল ইসলাম মোল্লা, ড. শামছুল হোসেন, শাহজাহান কবীর, আনোয়ারুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালোপতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় পাঠকচক্র সদস্য আবদুর রাজ্জাক, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন প্রকৌশলী শম্পা বসু, আনোয়ারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা