শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয়েছে ভ্যালেন্টাইনস ডে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস।
প্রিয়জন, আপনজন, বন্ধু-বান্ধবদের নানাভাবে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। সেই তালিকা থেকে বাদ পড়লেন না বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে স্ত্রী ও মেয়ের সাথে নিজের ছবি আপলোড দিয়ে ভালোবাসার কথা জানিয়েছেন সাকিব।
স্ট্যাটাসে সাকিব লিখেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ।
জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সব সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র মেয়ের মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী।
ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেওয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে।
এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা