ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের কমপক্ষে ছয় জন বেসামরিক ব্যক্তি এবং একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
ডন পত্রিকাটি লিখেছে আজাদ জম্মু-কাশ্মীরে ভারত নির্বিচার ও নির্মম হামলা চালিয়েছে। এবছরে এটিই একদিনে নিহতের সবচেয়ে বড় ঘটনা। এদিকে, পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘর্ষে এক সেনা শহীদ হয়েছেন এবং আরও দুই সেনা আহত হয়েছেন।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই বলছে, পাক অধিকৃত কাশ্মীরের নিলাম ঘাট উপত্যকায় সন্ত্রাসীদের ঘাঁটি ও চৌকিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে পাক সেনাবাহিনীর চার থেকে পাঁচ সদস্য ও জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার অনেক সদস্য হতাহত হয়েছে বলে দাবি করা হয়।
এই দুই দেশের সীমান্তে প্রায়ই উত্তেজনা বিরাজ করে। গত ৫ আগস্ট ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়। তারপর দুদেশের উত্তেজনা আরো বেড়েছে।
ইন্দো-পাক উত্তেজনা প্রায়ই দেখা যায়। দেশ দুটি ১৯৪৭ সালের পর থেকে চার বার সরাসরি যুদ্ধে জড়ায়।
১৯৪৭ সালে, ১৯৬৫ সালে, ১৯৭১ সালে এবং ১৯৯৯ সালে। এরমধ্যে ১৯৭১ সালে ভারত তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিকামী মানুষের সঙ্গে যুক্ত হয়ে মিত্র বাহিনী গঠন করে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে ১৩ দিন যুদ্ধ করে।
এরপর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী বাহিনীর মিত্র বাহিনীর কাছে আত্ম সমর্পনের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা