ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকে বহুল আলোচিত কাশ্মীর প্রসঙ্গ ওঠেনি। এর ফলে ভারতের পক্ষে তা স্বস্তির কারণ বলে মনে করা হচ্ছে।
ভারতের মমল্লপুরমে গত শুক্রবার ও শনিবার দু’দফার বৈঠকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘উহানের শীর্ষ সম্মেলন ভারত ও চীনের পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ককে জোরদার করতে বড় ভূমিকা নিয়েছিল। আর চেন্নাইয়ের এই বৈঠকে দু’দেশই পারস্পরিক সম্পর্কে একটি নয়া যুগের সূচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ‘বন্ধুর মতো’ কথা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে খুবই আন্তরিকভাবে কথা হয়েছে। দু’দেশের সম্পর্কে নয়া যুগ শুরু হল।’
ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট জানিয়ে গেছেন বৈঠকে তিনি খুব খুশি। দু’দেশের সম্পর্কে একটি নয়া যুগ শুরু হতে চলেছে।’
উভয়পক্ষের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, ভারত ও চীন বিশ্বে সন্ত্রাসবাদ দমনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। বাণিজ্য, যোগাযোগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করে তুলবে।
এদিকে, কাশ্মীর নিয়ে আন্তর্জাতিকস্তরে এবং দ্বিপক্ষীয় পর্যায়ে চীন যে চাপ তৈরি করা শুরু করেছিল গত দু’দিনের বৈঠকে তার উল্লেখ না হওয়ায় ভারতের পক্ষে এটিকে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
ভারত চেয়েছিল, কাশ্মীর যেহেতু ভারতের অভ্যন্তরীণ বিষয়, সেখানে জিনপিংয়ের নাক না গলানোই উচিত। সম্প্রতি চীন সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর নিয়ে বার বার অভিযোগ জানিয়েছিলেন।
গত বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, তারা ‘কাশ্মীরের পরিস্থিতির উপরে কড়া নজর’ রাখছে এবং তারা চায় জাতিসঙ্ঘের সনদ এবং দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে শান্তিপূর্ণভাবে কাশ্মীর সমস্যার সমাধান হোক। কিন্তু এসব সত্ত্বেও জিনপিং কাশ্মীর প্রসঙ্গ উল্লেখ না করায় ইমরান খান অনেকটাই অস্বস্তিতে পড়বেন বলে বিশ্লেষকরা মনে করছেন। এনডিটিভি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা