অনলাইন ডেস্ক
ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের বন্ধু, আমরা কারও দাসত্ব করি না। ভারত ও ভারতীয় পণ্য নিয়ে আবারও নাটক শুরু করেছে বিএনপি। ভারতের কাছে আমরা বন্ধুত্ব চাই। কারণ এটা দেশের স্বার্থেই দরকার। শত্রুতা করে যে ক্ষতি হয়েছে ২১ বছর, সে অবস্থায় আর ফিরে যেতে চাই না।
এসময় বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, খেলা আবারও হবে, প্রস্তুত থাকেন। পালাতে পালাতে বুড়িগঙ্গার পঁচা পানিতে ডুবে মরবে বিএনপি।
ভারতের সঙ্গে করা বিভিন্ন চুক্তির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা বলতে চাই, গঙ্গার পানি শেখ হাসিনাই এনেছেন। পানি চুক্তি কে করেছেন? শেখ হাসিনা। সীমান্ত সমস্যার সমাধানে চুক্তি কে করেছেন? শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী। এসময় সমুদ্র জয়সহ সরকারের আন্তর্জাতিক বিভিন্ন সাফল্যের কথা মনে করিয়ে দেন কাদের।
উল্লেখ্য, বিএনপির সব রাজনৈতিক কর্মকাণ্ডকে ভুয়া ও অর্থহীন হিসেবে আখ্যায়িত করেন ওবায়দুল কাদের। সমাবেশে আরও বক্তব্য রাখেন মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, বিপ্লব বড়ুয়াসহ দলটির সিনিয়র নেতারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা