চলমান করোনা পরিস্থিতির কারণে আগামী রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ভারতে কারফিউ জারি করা হয়েছে।
এ সময় অনুমোদিত ব্যক্তি (জরুরি সরকারি সেবা, সংবাদমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) ছাড়া কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন।
একে ‘জনতা কারফিউ’ উল্লেখ করে ভাষণে মোদি বলেন, ‘বন্ধুরা আপনাদের কাছে যতবার যা চেয়েছি, আপনারা নিরাশ করেননি। ১৩০ কোটি দেশবাসীর কাছে আগামী কয়েকটা সপ্তাহ চাইছি। আপনাদের সময় চাই।
আগামী রোববার ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশবাসীকে জনতা কারফিউ পালনের অনুরোধ করছি। ওইদিন কোনো নাগরিক ঘরের বাইরে বের হবেন না, রাস্তায় যাবেন না। পাড়াতেও কারও সঙ্গে মিশবেন না, নিজের ঘরেই থাকুন। জরুরি সেবার সঙ্গে যুক্তদের বাইরে বেরোতেই হবে। তবে সাধারণ নাগরিকরা দেশের কল্যাণে আত্মসংযমের কর্তব্য পালন করুন।’
মোদি আরও বলেন, ‘২২ মার্চ জনতা কারফিউয়ের সাফল্য ও অভিজ্ঞতা আমাদের আসন্ন চ্যালেঞ্জে মোকাবিলায় পাথেয় হবে। এ জন্য রাজ্য সরকারগুলোকে নেতৃত্ব দিতে অনুরোধ করছি। এনসিসি, এনএসএস কয়েকটি যুব সংগঠন, খেলাধুলার সংগঠনগুলো এগিয়ে আসুন। সবার কাছে রোববার জনতা কারফিউ সফল করার আবেদন করছি।’
এর আগে টুইটারে মোদি লেখেন, ‘করোনা পরিস্থিতির ওপর সরকার নজর রাখছে। সবার সুরক্ষার জন্য রাজ্যগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আতঙ্কের কোনো কারণ
নেই। প্রয়োজনীয় সাবধানতা মেনে চলুন। কেন্দ্রীয় কোনো মন্ত্রী বিদেশ সফরে যাবেন না। দেশবাসীর কাছেও আর্জি জানাচ্ছি, যাতে তারা বিদেশ ভ্রমণ এড়িয়ে চলেন।’
এদিকে এনডিটিভি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ২২ মার্চ থেকে ভারতের মাটিতে অবতরণ করতে পারবে না কোনো আন্তর্জাতিক বিমান। মারণ ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে এই পদক্ষেপ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৩ জন ও মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। গতকালও কোভিড-১৯ রোগে পাঞ্জাবে মারা গেছে একজন। এহেন অবস্থায় রাজ্যে জনসমাগম আটকাতে ২১ মার্চ থেকে গণপরিবহন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার।
Like & Share our Facebook Page: Facebook
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা