অনলাইন ডেস্ক
সাইক্লোন ‘নিভার’র কারণে পানিতে ভাসছে ভারতের চেন্নাই, পুন্ডিচেরি।
জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, স্থানীয় সময় রাত আড়াইটা নাগাদ ভূখণ্ডে আছড়ে পড়ে ঝড়টি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সাইক্লোনটি এরপরই দুর্বল হতে থাকে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আইএমডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় নিভার ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ছয় ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে।
ঝড়ের প্রভাবে পুডুচেরি এবং তামিলনাড়ুতে গতরাত থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এসব এলাকায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে ভারতীয় আবহওয়া অধিদফতর।
এছাড়া, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানার কিছু এলাকায়ও ভারী বৃষ্টিপাত হতে পারে।
চেন্নাই আবহাওয়া বিভাগের উপ-মহাপরিচালক এস বালাচন্দ্রন জানিয়েছেন, ঝড়টি এখন ভূপৃষ্ঠের ওপর রয়েছে। তারপরও ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস থাকতে পারে।
ঝড়ের কারণে তামিলনাড়ু সরকার বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে। রাজ্যটিতে এদিন শুধু অত্যাবশ্যক সেবাগুলো চালু থাকার কথা রয়েছে।
ঝড়ের পূর্বসতর্কতা হিসেবে চেন্নাইয়ে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা