অনলাইন ডেস্ক
নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির বাইরে কয়েক হাজার কৃষক গত তিন মাস ধরে তাবু খাটিয়ে অবস্থান করছে। আন্দোলনের মুখে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির সরকার আইন সংশোধনের প্রস্তাব দিয়েছিল। তবে কৃষকদের দাবি সংশোধন নয়, বরং বাতিল করতে হবে আইন তিনটি। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার পাঞ্জাবের বারনালা শহরে আয়োজিত সমাবেশে কৃষক নেতারা জানিয়েছেন, তারা কৃষক ও কৃষি শ্রমিকদের নিয়ে পুরো রাজ্যে র্যালি করবেন এবং পরে দিল্লির বাইরে সমবেত হবেন।
কৃষক নেতা জগিন্দর আগ্রাহান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা এখানে এসেছি দিল্লির আন্দোলনের ব্যাপারে পাঞ্জাবের কৃষকদের সচেতন করতে। সেখানে কী ঘটেছে এবং পরবর্তীতে কী ঘটবে তা জানাতেই আমরা এখানে এসেছি।’
রোববার সকাল থেকেই হাজার হাজার নারী ও সমর্থক বারনালাতে জড়ো হতে শুরু করেন। এদের কেউ এসেছেন বাসে, কেউ ট্রাক্টর, ট্রেইলার ও গাড়িতে করে। সমবেত মানুষের সংখ্যা এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৩০ হাজারের মধ্যে হতে পারে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা