অনলাইন ডেস্ক
আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মাসব্যাপী লকডাউন আগামীকাল বুধবার উঠে যাওয়ার কথা থাকলেও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার এক ভাষণে আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভাষণে লকডাউনের কারণে কোটি কোটি মানুষের খাদ্য ও পরিবহন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এরপরও লকডাউন মেনে নিতে হবে।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ যাচাইয়ের জন্য পরিমিত সরঞ্জামের অভাব রয়েছে। তাই প্রত্যন্ত অঞ্চলগুলো পরীক্ষার বাইরে থেকে যাচ্ছে।
মোদি আগামী এক সপ্তাহ সময়কে তার দেশের জন্য কঠিন সময় বলে উল্লেখ করেন। তিনি জনগণকে সাতটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। এগুলো হলো : বয়সীদের প্রতি নজর রাখা, সামাজিক দূরত্ব মেনে চলা, রোগপ্রতিরোধ শক্তি বাড়াতে ঘরোয়া ব্যবস্থা মেনে চলা, কোভিড-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করা, দরিদ্রদের দিকে নজর রাখা, কর্মচারীদের কাজ থেকে বরখাস্ত না করা এবং চিকিৎসক, সেবিকা, পুলিশসহ ‘করোনাযোদ্ধা’দের কাজে সহযোগিতা করা।
একই সঙ্গে বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় ভারতের অবস্থা ‘ভালো’ বলেও ভাষণে দাবি করেন মোদি।
দেশে দেখতে দেখতে ভারতে করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্তের সংখ্যা ১০,০০০ পেরিয়ে গেল। এখনও পর্যন্ত ভারতে ওই মারণ ভাইরাস ৩৩৯ জনের প্রাণ কেড়েছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন আরও মানুষ। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই এদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ১,২১১ জনের শরীরে নতুন করে বাসা বেঁধেছে COVID- 19। এনডিটিভি
Like & Share our Facebook Page
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা