অনলাইন ডেস্ক
বেঙ্গালুরুতে ১৭ ও ১৮ই জুলাই, দু’দিন ধরে চলে ২৬টি বিরোধী দলের বৈঠক। সোমবার রাতে একসঙ্গে নৈশভোজও করেন বিরোধী দলের নেতানেত্রীরা। ডিনারেই প্রস্তাব রাখা হয় নতুন জোটের। মূলত কংগ্রেস নেতৃত্বাধীন পূর্বের ইউপিএ জোটেরই নতুন নামকরণ করা হয়েছে।
তবে এখন পর্যন্ত নতুন এই বিরোধী জোটের আহ্বায়কের নাম ঘোষণা করা হয়নি। শিগগিরই ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। তিনি জানান, মুম্বইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম। লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী সমমনা দলগুলি যাতে অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এগোতে পারে, সেজন্য বেঙ্গালুরুতে সবিস্তারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কংগ্রেস সভাপতি জানান, অভিন্ন কর্মসূচির সম্ভাবনা খতিয়ে দেখতে একটি পৃথক কমিটি গঠন করা হতে পারে।
যে সব বিরোধী দলগুলি জোট গঠন করেছে বিভিন্ন রাজ্যে তাদেরই মধ্যে আবার রাজনৈতিক লড়াই চলে। এই ধরনের দ্বন্দ্ব প্রসঙ্গে কংগ্রেস সভাপতির বক্তব্য, রাজ্যস্তরে দলগুলোর মতপার্থক্য আছে। কিন্তু সেই মতপার্থক্য আদর্শগত নয়।
কংগ্রেসের প্রধানমন্ত্রীত্বের লোভ নেই বলেও জানিয়েছেন মল্লিকার্জুন খড়গে। ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে নয় বরং সংবিধান, গণতন্ত্র, সেকুলারিজম এবং সামাজিক বিচার রক্ষা করার জন্য জোটটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা