প্রতীক্ষার অবসান, আগামীকালই ভারত সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। সঙ্গে আসছেন তাঁর স্ত্রী মেলানিয়া। বিমান এয়ার ফোর্স ওয়ানে করেই ভারতে আসবেন প্রেসিডেন্ট।
অন্যদিকে ভারত আসার আগেই প্রেসিডেন্ট তাঁর ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে। ভিডিও টিতে ভারতের অন্যতম খ্যাতনামা চলচ্চিত্র বাহুবলি সিনেমার একটি দৃশ্য দেখা গেছে। যেখানে বাহুবলি প্রভাসের মুখের বদলে এডিটিং করে ডোনাল্ট ট্রাম্পের মুখ বসানো হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড এ শোনা যাচ্ছে বাহুবলি সিনেমার গান।
ভিডিও টি দেখে মনে হচ্ছে ভারত আসার আগে ভারতীয় বাহুবলি রুপে সেজে উঠেছেন প্রেসিডেন্ট। তিনি ভিডিওটি শেয়ার করে ট্যুইট করেছেন, আমি ভারতে আমার প্রিয় বন্ধুর সাথে দেখা করার জন্য অপেক্ষা করে আছি।
মাত্র দু’ঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া এই ভিডিও ১৮ লাখ ভিউ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখও এই ক্লিপে কয়েক সেকেন্ডের জন্য দেখা গেছে।
এডিটেড ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো তলোয়ার হাতে ‘যু’দ্ধ করেছেন ঘোড়ায় টানা রথে চড়ে। এখানে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা আর নাতি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকেও দেখা গেছে। ভিডিওটি শেষ হয়েছে এই বার্তা দিয়ে- “মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, দুই দেশ এক!”
এর আগে শুক্রবারে তিনি ‘শুভ মঙ্গল জ্যায়দা সাবধান’ ছবির অন্যতম অভিনেতা আয়ুষ্মান খুরানাকে অভিনন্দন জানান সমকামী চরিত্রে অভিনয়ের সাহস দেখানোর জন্য।
মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রধানমন্ত্রী মোদির রাজ্য গুজরাতের আমেদাবাদে নামবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী মোদি তাঁকে একটি রোড শো-র মাধ্যমে নিয়ে যাবেন বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। দিল্লি পৌঁছানোর আগে তাজমহল দেখতে আগ্রা যাবেন মার্কিন প্রেসিডেন্ট।
https://twitter.com/i/status/1231326273894526976
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা