অনলাইন ডেস্ক
ভারতের উত্তরখণ্ড রাজ্যে নির্মাণাধীন টানেলের একাংশ ধসে পড়েছে। রোববার (১২ই নভেম্বর) উত্তরখণ্ডের উত্তরকাশীর দণ্ডালগাঁও ও সিল্কিয়ারার মধ্যে সংযোগ রক্ষাকারী নির্মাণাধীন টানেলে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন শ্রমিক আটকা পড়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ধসে পড়া টানেলের ২০০ মিটার অংশের পুরোটাই সরাতে হবে। এখন সেখানে ছোট গর্ত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আটক শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
যদিও উদ্ধারকারীরা জানিয়েছেন, তাদের দৃঢ় বিশ্বাস সবাইকে সুস্থ ও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে। তবে এই উদ্ধার অভিযান দীর্ঘ হতে পারে। টানেলের ভেতর অক্সিজেন সরবরাহের জন্য পাইপ প্রবেশ করানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয় স্থানীয় প্রশাসন। পুলিশের সঙ্গে উদ্ধারকাজে সাহায্য করছে উত্তরখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী।
৪ দশমিক ৫ কিলোমিটার লম্বা টানেলটির প্রায় ২০০ মিটার অংশ ধসে পড়েছে। মূলত ভূমিধসের কারণেই টানেলের অংশ ধসে পড়েছে।
আরোও পড়তে পারেন : জিম্বাবুয়েকে ৯১ রানে হারাল বাংলাদেশ