অনলাইন ডেস্ক
তিনি বলেছেন, ‘কালো ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিচ্ছে যা খুবই ভয়াবহ। এগুলো উদ্বেগজনক ঘটনা। এ পর্যন্ত ৫০টি সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়া গেছে।’
ইনডোরের এমওয়াইএইচ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. শ্বেতা ওয়ালিয়া বলেছেন, ‘দুজন ব্যক্তি কালো ফাঙ্গাসের সংক্রমণের কারণে মারা গিয়েছেন। তাদের দুজনেরই মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।’
তিনি জানান, মিউকোরোমাইকোসিস নামেও পরিচিত এই কালো ফাঙ্গাস। সাধারণত ত্বক বা নাক থেকে এই সমস্যা শুরু হলেও এর প্রভাব পড়ে ফুসফুস এবং মস্তিষ্কেও। এ ক্ষেত্রে কোভিডমুক্ত হয়েছে এমন রোগীদের ক্ষেত্রেই এই রোগ বেশি দেখা যাচ্ছে। এছাড়া ডায়াবেটিকস রোগী, স্টেরয়েড নেন এমন ব্যক্তি, দীর্ঘদিন আইসিইউতে রয়েছেন এমন ব্যক্তি, অ্যান্টি ফাঙ্গাল ওষুধ নিচ্ছেন এমন ব্যক্তিদের মধ্যেই সংক্রমণের প্রবণতা বেশি।
ডা. শ্বেতা বলেছেন, ‘ইতোমধ্যে তিনজন রোগীর চোখ বাদ দিতে হয়েছে। অন্যথায় চোখ থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারত এই সংক্রমণ।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই রোগীর জন্য যে ইনজেকশন ব্যবহার করা হয় তা এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে মজুত নেই। প্রত্যেক রোগীকে প্রায় ৫০টি করে ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা