ভারতে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা। করোনা ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন রাজ্যে।
রবিবার সকালে পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৮৮ জন, মারা গেছেন ১০৪ জন।
এছাড়া ভারতে করোনা আক্রান্তদের মধ্যে ৪২ শতাংশেরই বয়স ২১ থেকে ৪০ বছর।
করোনা সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। এছাড়া তামিলনাড়ু, কেরালা, দিল্লির মতো রাজ্যেও উদ্বেগজনকভাবে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা।
উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় এই প্রথম বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ এপ্রিল সাংসদদের বৈঠকে ডেকেছেন তিনি।
সামাজিক দূরত্ব বিধিনিষেধের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহু প্রতীক্ষিত সর্বদলীয় বৈঠক হতে চলেছে। এর আগে বিভিন্ন রাজ্যের প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। দ্য হিন্দু।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা