অনলাইন ডেস্ক
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমাঞ্চলের উপকূলে গত ২৪ ঘণ্টায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে জলোচ্ছ্বাসের আতঙ্কে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া রাজ্যটির আরও কয়েকটি এলাকায় নয়টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ৫৯ জন। পাশাপাশি ভারী বৃষ্টিপাতে দুর্ঘটনায় আরও ১৫ জন মারা গেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য কর্মকর্তা জানিয়েছেন, সাতারা এবং রায়গড় জেলায় ভূমিধসে আরও কয়েক ডজন মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জরুরি বৈঠক ডেকে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, তারা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিচ্ছেন।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘প্রাণহানির ঘটনায় খুবই কষ্ট’ পেয়েছেন তিনি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
রাজ্যে বন্যা ও ভূমিধসে আটকা পড়া হাজারও মানুষকে উদ্ধারে সরকার হেলিকপ্টার কাজে লাগাচ্ছে। আটকে পড়াদের বাড়ির ছাদ বা কাছাকাছি উঁচু কোথাও আশ্রয় নিতে অনুরোধ করা হয়েছে, যাতে তাদের হেলিকপ্টার থেকে সহজে দেখা যায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা