অনলাইন ডেস্ক
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরেছিল ভারত। সম্ভবত সেকারণেই এদিন ভারতীয় দলে ছয়টি পরিবর্তন করেন কোচ রাহুল দ্রাবিড়। অভিষেক হয় নীতীশ রানা, সঞ্জু স্যামসন, রাহুল চাহার, চেতন সাকারিয়া ও কৃষ্ণাপ্পা গৌতমের। একসঙ্গে পাচজনের অভিষেক! ফলে অভিজ্ঞতার অভাবে ভুগতে হলো ভারতকে।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৭ ওভারে ২২৭ রান তাড়া করতে নেমে দ্রুতই মিনোদ ভানুকাকে হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৯ রানের জুটি গড়ে তুলেন আভিস্কা ও রাজাপাকসে। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আভিস্কা। তাঁকে সঙ্গে দেয়া রাজাপাকসেও পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা।
মাত্র ৪২ বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন রাজাপাকসে। হাফ সেঞ্চুরি পাওয়ার পর অবশ্য ইনিংস খুব বেশি বড় করতে পারেননি তিনবার জীবন পাওয়া এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১২ চারে ৫৬ বলে ৬৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
রাজাপাকসেকে ফেরানোর পর ধনাঞ্জয়া ডি সিলভাকেও সাজঘরে ফেরান চেতন সাকারিয়া। দারুণ ব্যাটিং করা আভিস্কা ফেরেন রাহুল চাহারের বলে। যদিও ৯৮ বলে খেলেছেন ৭৬ রানের ম্যাচ জয়ী ইনিংস। শেষ দিকে দ্রুত উইকেট হারালেও ৪৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন চাহার এবং দুটি উইকেট নেন সাকারিয়া।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ২২৫ রানে অল আউট হয় ভারত। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন তরুণ পৃথ্বী শ। এ ছাড়া অভিষিক্ত স্যাঞ্জু স্যামসন ৪৬ ও সূর্যকুমার যাদব করেছেন ৪০ রান। লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন প্রভীন জয়াবিক্রমা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা