অনলাইন ডেস্ক
ভারতের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এর মধ্য দিয়ে প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।
এছাড়া চমক হিসেবে রাখা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও রাকিবুল হাসান।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাজমুল শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও রাকিবুল হাসান।
আরোও পড়তে পারেন : সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস