অনলাইন ডেস্ক
এদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও আভিশকা ফার্নান্দো পাওয়ার প্লেতে ৪১ রান করেন। দলীয় ৮৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপর তিনে নামা কুশল মেন্ডিসকে সাথে নিয়ে এগোতে থাকেন আভিষকা। ১০২ বলে ৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে বিদায় নেন আভিষকা। শেষ ৫৯ রানের লড়াকু এক ইনিংস খেলে বিদায় নেন কুশল। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা।
২৪৯ রান তাড়ায় ভালো শুরুর আভাসই দিয়েছিলেন রোহিত। তবে ভারতের অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি আরেক ওপেনার শুভমান গিল। ভালো শুরুর আভাস দিলেও বেশি সময় টিকতে পারেননি রোহিত শর্মা। ২০ বল খেলে ৩৫ রান করনে তিনি। এরপর মাত্র ৬ রানে রিশাভ পান্তও আউট হয়ে যান।
এরপর ভারতের হয়ে সেভাবে আর কেউই দলের হাল ধরতে পানেনি। এতে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে। বড় ব্যবধানে হারে ভারত। শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ওয়াল্লালাগে বাঁহাতি স্পিনারের ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা