ভারতের প্রধান বিচারপতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন চিঠি লিখেননি বলে জানিয়েছে বাংলাদেশ অবস্থিত ভারতীয় হাই কমিশন।
বুধবার (১৩ নভেম্বর) ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতীয় হাই কমিশনের গোচরে স্থানীয় যোগাযোগ মাধ্যমের একটি সংবাদ এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। এই চিঠি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত।’
তবে, কোন ইস্যুতে কোন চিঠির কথা বলা হয়েছে এ নিয়ে বিস্তারিত কিছু সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, অযোধ্যায় বাবরী মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ সংক্রান্ত সম্প্রতি ভারতীয় সুপ্রীম কাের্টে রায় বের হয়েছে। এরপর একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এই রায় দেয়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানিয়েছেন – এমন কথা লেখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই চিঠিটিকেই সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করে এই বিজ্ঞপ্তিটি দিয়েছে ভারতীয় হাই কমিশন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা