বাংলাদেশের দুই অঙ্গনের দুই বিশিষ্ট ব্যক্তিকে পদ্মভূষণ ও পদ্মশ্রী পদকে ভূষিত করেছে ভারত।
দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘পদ্ম ভূষণ’র জন্য প্রয়াত বাংলাদেশী কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলীর নাম ঘোষণা করা হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পদক পদ্মশ্রী পাচ্ছেন বিশিষ্ট জাদুঘরবিদ প্রত্নতত্ত্ববিদ ও গবেষক ড. এনামুল হক।
রোববার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস। তার আগে শনিবার এ বছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও মার্চ-এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।
যে ১০ বই একবার হলেও পড়া উচিত
চলতি বছর মোট ১৪১ জনকে পদ্ম সম্মান দেয়া হচ্ছে। পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন। ১৬ জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান। পদ্মশ্রী দেয়া হচ্ছে ১১৮ জনকে।
বাংলাদেশ থেকে পুরস্কারের জন্য মনোনীত হওয়া মোয়াজ্জেম আলী ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব। বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১৪ সাল থেকে গত ডিসেম্বর পর্যন্ত দিল্লীতে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি।
চাকরি শেষে দেশে ফেরার পর গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এই কূটনীতিক। তাকে মরণোত্তর পদ্ম ভূষণ প্রদান করা হবে।
ড. এনামুল হক বাংলাদেশের বিশিষ্ট জাদুঘরবিদ। জাতীয় জাদুঘরের একেবারে শুরুর দিকে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আহসান মঞ্জিলকে জাদুঘরে পরিণত করার মূল উদ্যোক্তাও তিনি। প্রত্নতত্ত্ববিধ হিসেবেও দেশে বিদেশে খ্যাতি আছে তার।
ঢাকা বিশ্ববিদ্যালয় মুজিববর্ষে বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করবে
বেঙ্গল আর্ট নামে তার গড়ে তোলা প্রতিষ্ঠান এখনও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। শিল্প সংস্কৃতির অন্যান্য শাখাতেও বহুকাল ধরে বিচরণ করছেন এনামুল হক। কাজের নানা স্বীকৃতিও পেয়েছেন তিনি। এবার পেলেন পদ্মশ্রী।
১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ‘পদ্মভূষণ’ পুরস্কার প্রবর্তিত হয়। জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হয়।
আর শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রদান করে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা