ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার ভারতের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শ্রিংলাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আদেশ হয়েছে।
বর্তমানে হর্ষবর্ধন শ্রিংলা আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত পদে কর্মরত আছেন। বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। এরপরই হর্ষবর্ধন শ্রিংলা তার স্থলাভিষিক্ত হবেন।
ভারতের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটির তরফে তার নিয়োগে ছাড়পত্র দেয়া হয়।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি, ২৮ জানুয়ারি ২০২০ সালে শ্রী বিজয় কেশব গোখলের দুই বছরের মেয়াদ শেষের পর, পরবর্তী পররাষ্ট্র সচিব পদে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত রাষ্ট্রদূত শ্রী হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়োগের অনুমোদন দিয়েছে।
১৯৮৪ ব্যাচের আইএফএস অফিসার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা, ৩৫ বছরের কূটনৈতিক চাকরি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ও থাইল্যান্ডের হাই কমিশনার পদে কাজ করেছেন তিনি। এছাড়াও ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম. ইসরাইল ও দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্বে ছিলেন তিনি। এনডিটিভি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা