অনলাইন ডেস্ক
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো ভারত। দলের অধিনায়কত্ব করবেন ভিরাট কোহলি আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা। আর আসন্ন টুর্নামেন্টে ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
চমক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান সিরিজে না থেকেও বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বীন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির কোভিড পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এ স্থানান্তর করা হয়েছে।
ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
ভিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, কেএল রাহুল, সুরিয়াকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেট রক্ষক), ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র যাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বীন, আকশার প্যাটেল,ভারুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশর কুমার, মোহাম্মদ শামি।
আরোও পড়তে পারেন : ভারতকে হারাতে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে