অনলাইন ডেস্ক
বেশ লম্বা সময় ধরেই ভারতের ঘরোয়া ক্রিকেটে কোচিং করাচ্ছেন ৬৭ বছর বয়সী হোয়াটমোর। ২০১৭-১৮ মৌসুমে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেন হোয়াটমোর। তার দায়িত্বকালে ২০১৮-১৯ মৌসুমে প্রথমবারের মতো রঞ্জি ট্রফিতে সেমিফাইনাল খেলে কেরালা। তিন বছর কেরালার দায়িত্বে ছিলেন তিনি। এর বাইরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও কোচ ছিলেন তিনি।
কোচ হিসেবে হোয়াটমোরের সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়। তার অধীনেই নিজেদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর ২০০৩ থেকে চার বছর ছিলেন বাংলাদেশের কোচ। সময়েই বড় দলগুলোকে হারানোর সাহস দেখাতে পেরেছিল টাইগাররা। পরে পাকিস্তান ও জিম্বাবুয়েরও কোচ ছিলেন তিনি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা