অনলাইন ডেস্ক
একই সঙ্গে রাশিয়া থেকে জ্বালানি কেনায় দেশটির ওপর জরিমানা আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি। বুধবার (৩০ জুলাই) আকস্মিকভাবে নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন বিস্ফোরণ ঘোষণা আসে ট্রাম্পের কাছ থেকে।
তার এ ঘোষণার জবাব দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন সেটি বিবেচনায় নিয়েছে ভারত সরকার। ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রভাব কী হবে সেটি নিরূপণ করছে সরকার। ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা করছে। আমরা ওই লক্ষ্যে এখনো প্রতিশ্রুতিবদ্ধ আছি।”
ভারতীয় মন্ত্রণালয় আরও বলেছে, “ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যেমনটা নেওয়া হয়েছে অন্যান্য চুক্তির ক্ষেত্রে। যারমধ্যে রয়েছে যুক্তরাজ্যের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিটি।”
এরআগে ভারতের তীব্র সমালোচনা করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে আমরা তাদের সাথে তুলনামূলকভাবে অনেক কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বে অন্যতম সর্বোচ্চ। এবং বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ভারতে সবচেয়ে বেশি অ-শুল্ক বাণিজ্য বাধা রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা