অধিনায়ক মুমিনুলসহ আরও নয় টাইগার ক্রিকেটার টেস্ট খেলতে ভারতের উদ্দেশে উড়াল দিলো।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার সকাল ১১টায় ভারতের উদ্দেশে রওনা হয়েছেন তারা।
ভারতের বিপক্ষে টাইগারদের দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর ইন্দোরে। আর এই ম্যাচ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের।
অধিনায়ক মুমিনুল ছাড়া বাকিরা হলেন- সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন।
সদ্য ডাক পাওয়া সাইফ হাসান আছেন জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কলকাতায়। প্রথম টেস্ট লাল বলে হলেও দ্বিতীয়টিতে গোলাপি বলে খেলবে বাংলাদেশ ও ভারত।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনল হক সৌরভ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা