ভারতীয় যোগ ব্যায়ামের গুরুদাদিমা ভি নানাম্মাল ৯৯ বছরে থেমে গেলেন
তামিল নাড়ুর কোইম্বাটরের কাছে নিজ বাড়িতে ৯৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ভারতীয় যোগ ব্যায়ামের গুরুদাদিমা এবং সবচেয়ে বয়স্ক যোগগুরু ভি নানাম্মাল। তিনি লাখো শিক্ষার্থীকে যোগ ব্যায়াম শিখিয়েছেন এবং তিনি যেমন ছিলেন যোগ ব্যায়ামের শিক্ষক, তেমনি সবার জন্য ছিলেন অনুপ্রেরণা। খবর : বিবিসি’র।
মাত্র কয়েকমাস আগেও তিনি ৯৯ বছর বয়সে এসেও প্রতিদিন একশ জন শিক্ষার্থীকে যোগ ব্যায়াম শেখাতেন। কৃষক পরিবারে জন্ম নেয়া এই নারী বাবার কাছ থেকে যোগব্যায়াম শিখেছেন। তিনি যোগ ব্যায়ামের ৫০ ধরণের কৌশল জানতেন। তিনি প্রায় ১০ লাখ শিক্ষার্থীকে যােগব্যায়াম শেখান যাদের মধ্যে ৬০০ জন এখন দেশে বিদেশে যোগ ব্যায়ামের শিক্ষক হিসেবে কাজ করছেন।
যোগ দাদিমা হিসেবে পরিচিত এই নারীকে ভার সরকার সর্বোচ্চ সম্মানসূচক পদ্মশ্রী এওয়ার্ড দেন।
তিনি সাম্প্রতিক বছরগুলোতে ইউটিউবে তার বিভিন্ন কৌশলের জন্য বেশ জনপ্রিয়তা পান। তিনি সম্প্রতি আটটি পোজ দিয়ে সবার প্রশংসা কুড়ান। এক সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়েন।
২০১৭ সালে বিবিসি কে দেয়া এক সাক্ষাতকারে নিজের প্রতিদিনের রুটিন এবং যোগ ব্যায়াম সম্পর্কে তিনি বলেন, স্বাস্থ্য হোক আপনার সর্বোচ্চ গুরুত্ব এবং সবকিছু অর্জন করা সম্ভব ( “Health becomes your priority and everything is achievable,”)।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা