অনলাইন ডেস্ক
তবে সব ধারণা পাল্টে যায় বিশ্বকাপ শুরু হওয়ার পর। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে শোচনীয় হারের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। সেমিফাইনালে খেলা নিয়েও শঙ্কায় আছে দলটি।
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার ভারতীয় দলের এমন অবস্থার বিশ্লষণ করতে গিয়ে বলেছেন অধিনায়ক ভিরাট কোহলিকে নিয়ে দল দ্বিধাবিভক্ত।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ভারতীয় দল দুটো শিবিরে বিভক্ত। একটি বিরাট কোহলির পক্ষে আরেকটি বিপক্ষে। দলে বিভক্তি দেখা দিয়েছে। আমি জানিনা কেন, তবে বিশ্বকাপে কোহলির অধিনায়কত্বের কারণে এটা হতে পারে।
শোয়েব আরও বলেন, গণমাধ্যম ভারতীয় ক্রিকেটারদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে। দলের খারাপ পারফরমেন্সের কারণে অপমান করা হচ্ছে ক্রিকেটারদের পরিবারকেও।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা