অনলাইন ডেস্ক
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ রোববার ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় রোহিত শর্মার দল। শিখর ধাওয়ানকে ফিরিয়ে শুভ সূচনা করেন মেহেদী হাসান মিরাজ। এরপর ম্যাচের এগারো তম ওভারে সাকিব আল হাসান ফেরেন চিরচেনা ভূমিকায়। সেই ওভারে রোহিত-কোহলিকে ফিরিয়ে ভারতকে চেপে ধরে বাংলাদেশ। ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের শিবিরে কিছুটা আশার সঞ্চার করেন শ্রেয়াস আয়ার এবং কেএল রাহুল। তবে দলীয় ৯২ রানে আবারো ভারত শিবিরে আঘাত বাংলাদেশ দলের। এবার আয়ারকে ফেরান এবাদত হোসেন। ব্যক্তিগত ২৪ রান করে লিটন কাছে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।এরপর অবশ্য এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন রাহুল। তাকে সঙ্গ দিতে থাকেন ওয়াশিংটন সুন্দর। ম্যাচে ৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ১৪২ রান ৪ উইকেট হারিয়ে। এই দুই ব্যাটার দেখে শুনে দলকে এগিয়ে নিতে থাকেন। রাহুল অপরাজিত রয়েছেন ৪৪ রানে এবং সুন্দর রয়েছেন ১৮ রানে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা