অনলাইন ডেস্ক
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতিকে নির্বাচিত হন জামালপুর জেলার বেশিরভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। নির্বাচিত চেয়ারম্যানরা আওয়ামী লীগের পদধারী নেতা। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকেই তাই অনেক ইউপি ও চেয়ারম্যান মেম্বারদের বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে প্রাণভয়ে চেয়ারম্যানদের অনেকেই গা ঢাকা দেন। এতে স্থবির হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম।
স্থানীয়রা জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাজের জন্য ঘুরছেন ইউপি কার্যালয়ের বারন্দায়। দিনের পর দিন গিয়েও দেখা পাচ্ছেননা চেয়ারম্যানের। এতে বিপাকে পড়েছেন তারা।
এলাকার কিছু দুস্কৃতকারীর হুমকিতে পরিষদে যেতে পারছেননা বলে জানিয়েছেন দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান ও তিতপল্লা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান । প্রশাসন নিরাপত্তা দিলে ইউপি কার্যালয়ে যেতে চান তারা।
সরকার পতনের দিন থেকেই লাপাত্তা ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন। দুদকের মামলায় অভিযুক্ত এই চেয়ারম্যানের অপসারণের দাবিতে এলাকায় চলছে বিক্ষোভ, মিছিল সমাবেশ ও মানববন্ধন।
ভাংচুর ও লুটপাট করা হয়েছে শরিফপুর ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমের বাড়ি-ঘর। নিরাপত্তার অভাবে তিনি পরিষদে না গেলেও বাড়ি থেকেই জনগণের সেবা দেয়ার চেষ্টা করছেন। আর তুলশীরচর ইউপি চেয়ারম্যানমো. শহিদুল্লাহর দাবি বিএনপি নেতা-কর্মীরা তাকে অফিসে যেতে নিষেধ করেছে।
তবে, জনগণের সেবা নিশ্চিতে তৎপর রয়েছে জেলা প্রশাসন। এরইমধ্যে কয়েকটি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা