ডেইজী সারোয়ার। বেশ জনপ্রিয় একটি নাম। সদ্য হয়ে যাওয়া সিটি নির্বাচনে উত্তরের ৩১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দাঁড়িয়েছিলেন এই নেত্রী।
নির্বাচনের প্রচারণার মধ্য দিয়ে আলোচনায় আসা ডেইজি হেরে যান জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর কাছে।
ভোটারদের মাঝেও বেশ সাড়া ফেলেছিলেন তিনি। জয়ের ব্যাপারে আশাবাদীও ছিলেন। কিন্তু শেষটা হলো বিপরীত।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি নির্বাচনে ঘোষিত ফলাফলে দেখা যায় ডেইজী পেয়েছেন ২ হাজার ৯১ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী জাপা সমর্থিত শফিকুল ইসলাম সেন্টু বিজয়ী হন ৬ হাজার ৩১ ভোট পেয়ে।
এদিকে, আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজি সারোয়ার শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভোটকেন্দ্রের সামনে শনিবার প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার পরিধেয় জামাও ছিঁড়ে ফেলা হয় বলে জানা গেছে।
লাটিম মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই নারী নির্বাচনী গানের কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর থাকাকালীন ফগার মেশিন নিয়ে তার ডেঙ্গু প্রতিরোধের অভিযানও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা