অনলাইন ডেস্ক
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বারডেম হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত দুজন সন্দেহভাজন রোগী ভর্তির কথা স্বীকার করলেও কয়েকটি গণমাধ্যমে ‘দুজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত’ বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুল বলে দাবি করেন তিনি।
অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, মঙ্গলবার একাধিকবার বারডেম হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে এ দুজন রোগীর ব্যাপারে আলোচনা করে জানা গেছে, এখনও তাদের নমুনা সংগ্রহ করা হয়নি। আজ নমুনা সংগ্রহ করা হবে। আগামী পাঁচ থেকে সাতদিনের মধ্যে পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে আদৌ তারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কি-না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, নিশ্চিত না হয়ে কেউ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন, এমন তথ্য প্রচার বা প্রকাশিত হলে তা জনমনে আতঙ্ক তৈরি হবে। এ রোগের চিকিৎসায় গাইডলাইন তৈরির লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা