অনলাইন ডেস্ক
সোমবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, করোনা শিষ্টাচার মেনে চলা বা আইসোলেশনে থাকার বাধ্যবাধকতা আর থাকছে না। তবে গণহারে করোনা পরীক্ষা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে স্কটিশ সরকার বলছে, বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের থেকে কোনো পরামর্শ পায়নি তারা। তবে ব্রিটেন বলছে, তারা ওমিক্রন ভ্যারিয়েন্টের সবচেয়ে ভয়াবহ সময় পার করে এসেছে। একই সাথে কমে গেছে রোগীদের হাসপাতালে ভর্তির সংখ্যাও। যদিও ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তার মতে, এক সাথে বিধিনিষেধ প্রত্যাহার উচিৎ হবে না। তিনি বলছেন, এখনও ওমিক্রনে আক্রান্তের সংখ্যা অনেক বেশি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পরিস্থিতি নিয় বলেন, যখন অতি সংক্রমণ ছিল তখন সবধরনের পদক্ষেপ নিয়েছি আমরা। ভ্যাকসিন কার্যক্রমের কারণে এখন অনেকটাই নিয়ন্ত্রণে মহামারি। তাই আমাদের অর্থনীতি, সমাজ এবং শিশুদের কথা চিন্তা করে বিধিনিষেধ প্রত্যাহারের বিকল্প ছিল না। এসময় দ্রুতই গোটা বিশ্ব স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা