ব্রাহ্মণবাড়ীয়ায় ট্রেন দূর্ঘ টনায় আহত রোগীদের দেখতে জাতীয় অর্থেোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।
এ সময় তিনি রোগীদের উপস্থিত আত্বীয়স্বজন ও রোগীর সাথে কথা বলে চিকিৎসা এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন। এই সময় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল গনি মোল্লাহ্ সহ হাসপাতালের সিনিয়র অধ্যাপক ও অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
মহা-পরিচালক হাসপাতাল কর্তৃপক্ষকে দূর্ঘটনায় আহত রোগীদের সকল প্রকার প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করার নির্দেশ প্রদান করেন। এ ছাড়া হাসপাতালের অন্যান্য ওয়ার্ড ও হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা দেখেন সরেজমিনে পরিদর্শন করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক দেশের বাইরে থাকায় তার নির্দেশে মহাপরিচালক আহত ব্যক্তিদের দেখতে যান বলে জানিয়েছেন অধিদফতরের তথ্য কর্মকর্তা শেখ আক্কাস আলী।
বর্তমানে নাজমা আক্তার, নাফিজুল হক নাফিজ, সুরাইয়া খাতুন,আবুল কালাম, হাসান আলী, ইমন, নিজাম, সোহেল মিয়া, মফিজ ও রায়হান নিটোরে চিকিৎসাধীন আছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা