ব্রাক্ষ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও হতাহতদের জন্য ক্ষতিপূরণ দাবী করেছে জাগো বাংলাদেশ প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিল। মঙ্গলবার (১২ নভেম্বর) জাগো বাংলাদেশ প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা, যুগ্ম আহ্বায়ক গোলাম ফারুক মজনু, সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের সুচিকিৎসার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে, প্রয়োজনে স্পেশাল মেডিকেল টিম পাঠানো হোক অথবা হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে আসা হোক।
নেতৃবৃন্দ বলেন, দূর্ঘটনায় নিহত-আহত সকল পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদানের দাবী করছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। পরবর্তীতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে সরকারের দৃষ্টি রাখার অনুরোধ করছি।
বিবৃতিতে আরো স্বাক্ষর করেন সাংবাদিক মিলন মল্লিক, জামাল শিকদার ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা