অনলাইন ডেস্ক
বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের অধ্যায় শেষে বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচিং করাচ্ছেন পেপ গার্দিওলা। সিটিজেনদের সাথে মেসির গুরুর চুক্তি শেষ আছে ২০২৩ সাল অবধি। এরপর চুক্তি আর নবায়ন না করে কোন জাতীয় দলের সাথে কাজ করতে চান গার্দিওলা।বার্সেলোনার সাবেক কোচের পছন্দ ইউরো, কোপা আমেরিকা কিংবা বিশ^কাপ খেলুড়ে কোনো দেশ।
গার্দিওলা ইঙ্গিত দিয়েছেন, স্পেন, ব্রাজিল কিংবা আর্জেন্টিনার কোচ হতে চান তিনি। ব্রাজিল সাধারণত নিজ দেশ থেকেই কোচ নিয়োগ দেয়। অন্যদিকে দারুণ সুনাম থাকায় লুইস এনরিককে ছেড়ে দিতে চাইবে না স্পেন, এটা নিশ্চিত। এসব বিষয় বিবেচনা করে বলাই যায়, আর্জেন্টিনার ড্রাগ আউটে বসার সুযোগ থাকছে সাবেক বার্সা কোচের।
গণমাধ্যমকে গার্দিওলা বলেন, ‘সিটিতে সাত বছর কাটানোর পর বিরতি নিতে চাই। এত বছর ধরে কোথাও থাকার পর বিশ্রাম প্রয়োজন। তাছাড়া, একটু থেমে মূল্যায়ন করা এবং অন্য কোচদের কাছ থেকে শেখা দরকার।’
‘সুযোগ আসলে আমার পরের পদক্ষেপ হবে জাতীয় দল। এমন কিছু হলে আমার দারুণ লাগবে। ইউরো, কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ খেলে এমন কোনো দলের হয়ে কাজ করার ইচ্ছা আছে। ওই অভিজ্ঞতা নিতে পারলে আমার জন্য অনেক ভালো হবে।’
ব্রাজিলের কোচ হওয়া অনেকটাই অসম্ভব সেটা স্বয়ং গার্দিওলাও স্বীকার করছেন, ‘জাতীয় দলই হবে আমার পরবর্তী পদক্ষেপ। আমি মনে করি, একজন ব্রাজিলিয়ানই ব্রাজিলের কোচ হবেন। কোনো বিদেশি ব্রাজিলের মতো দলের দায়িত্ব নেবেন সেটা মনে করতে পারছি না।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা