অনলাইন ডেস্ক
অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ব্রাজিলের দু’টি স্কুলে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১১ জন। শুক্রবার (২৫শে নভেম্বর) স্থানীয় সময় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে এই হতাহতের ঘটনা বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সিএনএনের প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারী ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য এস্পিরিটো সান্তোর আরাক্রুজ শহরের দুটি স্কুলে গুলিবর্ষণ করে । বিষয়টি নিশ্চিত করে শহরটির মেয়র লুইস কার্লোস কৌতিনিয়ো স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘শুক্রবার সকালে স্কুলে হামলা চালিয়ে তিন শিক্ষক ও এক কিশোরীকে হত্যা করে বন্দুকধারী এবং একদল সন্ত্রাসী।’
শুক্রবার এস্পিরিটো সান্তোর গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে টুইটারের এক পোস্টে নিশ্চিত করেছেন যে, “নিরাপত্তা দল হামলাকারীকে আটক করেছে। তার বয়স ১৬ বছর। এর আগে ২০১১ সালে ব্রাজিলে সর্বশেষ এই ধরনের সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটেছিল। সে সময় একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১২ শিশু মারা যায়।
আরোও পড়তে পারেন : মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন