অনলাইন ডেস্ক
ব্রাজিলে একটি বিমান দুর্ঘটনায় ৬২ জন আরোহীর সবাই মৃত্যুবরণ করেছেন। নিহতের মধ্যে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।
শুক্রবার (৯ আগস্ট) দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমানটি কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এটি সাও পাওলো থেকে প্রায় ৮০ কিমি উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়।এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
এদিকে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন।
আরোও পড়তে পারেন : গাজা দখল আমাদের উদ্দেশ্য নয়, বললেন নেতানিয়াহু