অনলাইন ডেস্ক
এর আগে রেকর্ড ছয়বার জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবারও তাকে ধরা হচ্ছে পুরস্কারটি জেতার জন্য হট ফেভারিট হিসেবেই। ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুণ সব পারফর্ম্যান্স, পরিসংখ্যান তো আছেই, তার ঝুলিতে যে আছে আর্জেন্টিনার হয়ে জেতা কোপা আমেরিকাও।
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় তাই তার নাম থাকাটা অনিবার্য ছিল। তাকে নিয়েই অবশেষে ঘোষিত হয়েছে ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকা।
একমাত্র গোলকিপার হিসেবে মনোনয়ন পাওয়া জিয়ানলুইজি দোনারুম্মার কথাই ধরা যাক। গত মৌসুমে এসি মিলানে দারুণ সময় কাটিয়ে এখন প্যারিস সেন্ত জার্মেইয়ে নাম লিখিয়েছেন। ইতালির ইউরো জয়ে এই গোলকিপারের অবদান অসামান্য। পেনাল্টিতে তার দুর্দান্ত পারফরম্যান্সেই ইউরোপসেরার মুকুট জিতেছে আজ্জুরিরা।
তার সতীর্থ জর্জিনিয়ো চেলসির হয়ে আবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। একই সঙ্গে ইউরো ও চ্যাম্পিয়নস লিগ, অনেকের বিচারে জর্জিনিয়ো ব্যালন ডি’অর জয়ে এগিয়ে। এই যদি হয় পরিসংখ্যান, তাহলে লেভানদোভস্কিইবা পিছিয়ে কেন! গত মৌসুমে গোলের বৃষ্টি ঝরিয়েছেন রীতিমতো। বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন তিনি। জার্ড মুলারকে সরিয়ে নতুন ইতিহাস গড়েছেন। জর্জিনিয়োর চেলসি সতীর্থ এনগোলো কঁতেও তো চ্যাম্পিয়নস লিগের জয়ের অন্যতম কারিগর।
২০২১ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা
রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি/আলজেরিয়া), এনগোলো কান্তে ( চেলসি/ফ্রান্স ), ম্যাসন মাউন্ট ( চেলসি/ইংল্যান্ড ), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাস/ইতালি), আর্লিং হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/নরওয়ে), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ইতালি), নিকোলো বারেল্লা (ইন্টার মিলান/ইতালি), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড), হ্যারি কেন (টটেনহ্যাম হটস্পার/ইংল্যান্ড), লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা), জর্জো কিয়েল্লিনি (জুভেন্টাস/ইতালি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া), ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), পেদ্রি (বার্সেলোনা/স্পেন), নেইমার (পিএসজি/ব্রাজিল), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান/আর্জেন্টিনা), সিমোন কেয়া (এসি মিলান/ডেনমার্ক), রবার্ট লেভানদোভস্কি (বায়ার্ন মিউনখ/পোল্যান্ড), জর্জিনহো (চেলসি/ইতালি), সেসার আসপিলিকুয়েতা (চেলসি/স্পেন), মোহাম্মদ সালাহ (লিভারপুল/মিশর), রোমেলু লুকাকু (চেলসি/বেলজিয়াম), ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), জেরার্দ মোরেনো (ভিয়ারিয়াল/স্পেন), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড), কিলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স), লুইস সুয়ারেজ (আতলেটিকো মাদ্রিদ/উরুগুয়ে)।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা