অনলাইন ডেস্ক
স্বাগতিকদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেন মুশফিকুর রহিম। তবে ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি রাঙাতে পারলেন না। হাফ-সেঞ্চুরিও হাঁকাতে পারেননি। ২৫ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রানের ছোট্ট কার্যকরী এক ইনিংস খেলেন তারকা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ২১ রান আসে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। সমান ১৩ রান করে যোগ করেন মোহাম্মদ নাঈম ও লিটন দাস।
টস হেরে মাঠে নেমেই দুরন্ত বোলিং শুরু করে আফগানিস্তান। পেস বোলিংয়ে ঝড় তোলেন ফজলহক ফারুকী ও আজমাতুল্লাহ ওমরজাই। বাংলাদেশের দলীয় ৪৫ রানে অতিথিরা তুলে নেয় ৪ উইকেট। পরে টাইগাররা ৯৯ রানের স্কোর ছুঁতেই খুইয়ে ফেলে তারা আরও দুটি উইকেট। শেষ দিকে মুশফিক-মাহমুদউল্লাহ দলের ব্যাটিং লাইন-আপের হাল না ধরলে ১০০ রানের আগেই গুটিয়ে যেতে পারতো দেশের ছেলেরা। দলকে ব্যাটিং ধসের বিপদ থেকে উদ্ধার করতে দুজনে মিলে পঞ্চম উইকেটে ৩১ বলে গড়েন ৪৩ রানের জুটি।
আফগানদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন ফজলহক ফারুকী ও আজমাতুল্লাহ ওমরজাই। আর একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী ও রশিদ খান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা