অনলাইন ডেস্ক
শুক্রবার বিসিবির বোর্ড সভার পর নাজমুল হাসান পাপন বলেন, ‘জেমি সিডন্সকে আমরা নিয়োগ দিয়েছি ব্যাটিং পরামর্শক হিসেবে। কোথায় কি করবে সেটা এখনো ফাইনাল হয়নি। তবে ফেব্রুয়ারিতে কাজ শুরু করবেন তিনি।’
বাংলাদেশের ক্রিকেটে জেমি সিডন্স নতুন মুখ নয়। এর আগেও দেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন তিনি। ছিলেন টাইগারদের প্রধান কোচ। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে দায়িত্ব ছেড়ে দেন। তবে সব কিছু ঠিক-ঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে লাল-সবুজের দলে যুক্ত হচ্ছেন সিডন্স।
তবে সিডন্স কোন দলের দায়িত্ব পাবেন জাতীয় দল, এইচপি, নারী দল নাকি অনূর্ধ্ব-১৯ দলের সেটা এখনো নিশ্চিত হয়নি। সিডন্সকে নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘তাকে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি। কোথায় করবে, কি করবে সেটা এখনও ফাইনাল করা হয় নাই, আশা করছি ফেব্রুয়ারীতেই হয়ত বা সব কিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে জয়েন করবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা